গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।

মো:জাহিদুল ইসলাম,প্রতিনিধি গাইবান্ধা।

২৪ শে আগস্ট রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার শহরের ১নং রেলগেট এলাকায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সমপাদক অ্যাড নিলুফার ইয়াসমিন শিল্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহেলা সিদ্দিকা,আফরোজা সুলতানা ,শিল্পী আক্তার, কলি রানী প্রমুখ।

বক্তারা বলেন ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিন কে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়।

শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও অপুরিত। বক্তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবী জানান।

এছাড়া ডাঃ মৌমিতা-তনু-মুনিয়া – নুসরাতসহ সকল খুন-ধর্ষনের বিচার। এবং ঘরে বাইরে, গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন ও সহিংস আক্রমণ বন্ধ সহ মাদক -জুয়া-পর্নোগ্রাফি, নাটক-সিনেমা – বিজ্ঞাপনে নারী কে পন্য হিসেবে উপস্থাপন বন্ধ, নারী-শিশু নির্যাতন-হত্যা ও মৌলবাদ-সামপ্রদায়িকতার বিরম্নদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান।

সেইসাথে জুলাই হত্যাকান্ডের বিচার, বন্যা দূর্গত এলাকায় নারী -শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বন্যার্ত এলাকাগুলোকে দ্রত দূর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *