মো:জাহিদুল ইসলাম,গাইবান্ধা সদর উপজেলা
গাইবান্ধা গোবিন্দগঞ্জে এই প্রথমবার চার্জ হচ্ছে, মসলা জিরা, মসলা জাতীয় ফসল, জিরার চাষ,হিসাবে একটি জনপ্রিয়,হয়ে উঠছে আমাদের গাইবান্ধার জিরা ব্যবসায়ী, এই মসলা বিভিন্ন দেশে চলে যাচ্ছে রপ্তানি হচ্ছে প্রতিমাসে ভালো টাকা ইনকাম করছি এই গাইবান্ধার গোবিন্দগঞ্জের মসলা ব্যবসায়ী , তিনি বলেন উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শ নেন, কৃষি কর্মীদের, প্রশিক্ষণ মাঠ দিবস,কর্মশালার আয়োজনে মাধ্যমে মসলার চাষে কৃষকদের উৎসাহ, বৃদ্ধির জন্য, প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে, মসলার উন্নত জাত , ও প্রযুক্তি সস্প্রসারণ প্রকল্পের আওতায়,গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, ফুল বাড়ির ইউনিয়নের বড় সাতাল বাতাইল, গ্রামে প্রদর্শনী প্লট আকার ১০ শতক জমিতে পরীক্ষামূল,কভাবে, মসলা ফসল জাতীয় জিরা চাষ করা হয়,ফুলবাড়ী ইউনিয়নের সাতাল বাতাইল গ্রামের মসলা ব্যবসায়ী ও চাষী, মো: এজবর আলী বলেন, বগুড়া মসলা গবেষণা, ইনষ্টিটিউটরের,বিশেষ প্রশিক্ষণ নিয়ে , স্থানীয় কৃষি বিভাগের, তত্ত্বাবধায়নে ১০ শতক জমিতে নিয়ম মেনে, সেচ,সার প্রয়োগ ও সঠিক পদ্ধতিতে নিয়ম কানুন মেনে চলেন চাষী এজবর আলী, এ নিয়ে এলাকার মানুষ থেকে শুরু করে আশেপাশের মানুষ অনেক লাভমান হচ্ছে এই জিরা চাষ দেখে তারাও সেখান থেকে কুড়াই বিক্রয় করে বলে জানানো স্থানীয়রা এবং গোবিন্দগঞ্জ উপজেলা অভিসার ইনচার্জ