গাইবান্ধা, বালুচর নিতে চাইছে অস্ট্রেলিয়া কোম্পানি।

মো:জাহিদুল ইসলাম,
স্টাফ রিপোর্টার:গাইবান্ধা উপজেলা।

ব্রহ্মপুত্র নদ থেকে মূল্যবান খনিজ সম্পদ আহারনে গাইবান্ধা ২ হাজার ২৯৫হেষ্ঠর বালুচর ইজেরা নিতে চাই, অস্ট্রেলিয়ান এবার লাস্ট মিনারেল নামের এক অস্ট্রেলিয়া প্রতিষ্ঠান। চর থেকে নিচ খরচে খনিজ পদার্থ আহারনের পর তারা ৪৩ ভাগ সরকারকে দেওয়ার প্রস্তাব করেছি প্রতিষ্ঠানটি। কুড়িগ্রাম ও গাইবান্ধা অংশে ব্রহ্মপুত্র নদের বালুতে ১০ মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটার আছে ৩ হাজর ৬৩০কোটি টাকার খনিজ সম্পদ। এটা জানিয়েছেন ইনস্টিটউট, অব মাইনিং মিনারোজলি অ্যান্ড মেটালজলি গবেষকেরা। বালুর লুকিয়ে আছে ইলমেনাইট রুটাইল জিরকন ম্যাগনেটাইট ইত্যাদি মূল্যবান এসব খনিজ। মধ্য জিরকন সিরামিক, টাইলস ও ছাদ নির্মাণে ব্যবহার হয় । এগুলো যদি আমাদের দেশে উত্তোলন করা হয়। ব্রহ্মপুত্র নদে জরিপ করার সময় এসব খনিজ পদার্থের সন্ধান পাওয়া যায়। অবসরপ্রাপ্ত পরিচালক, ড,মো : নাজিম কামাল বলেন আমাদের ইন্ডাস্টিগুলোয় এ খনিজ গুলো ব্যবহার হয়। আমি মনে করি, এ খনিজ সম্পদ দেশের জন্য লাভজনক হবে। এদিকে বেশ কিছুদিন ধরে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় যমুনা ব্রহ্মপুত্রের ৪ হাজার হেক্টর বালু চরে খনিজ সম্পদ অনুসন্ধান চলছে,এভার লাস্ট লিমিটেড। বালাসির ঘাট এলাকায় একটি প্লান্টও স্থাপন করছে তারা। এবার বালাসি ঘাট ও মোল্লারচর কামার জানি এলাকায় ২ হাজার হেক্টর বালু চর লিস্ট চেয়ে, খনিজ আহারনের আবেদন করেছেন প্রতিষ্ঠানটি। তবে এ নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বি এমডি) যুগ্ন সচিব মো:আবুল বাসার সিদ্দিক অকন বলেন চরের বালুতে যে খনিজ পদার্থ আছে , সেটি যদি আমরা আহরণ করতে পারি তাহলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *