মো:জাহিদুল ইসলাম,গাইবান্ধা
গাইবান্ধা সাঘাটা উপজেলা। পুটিমারী গ্রামে উদয়ন, স্বাবলম্বী সংস্থার আয়োজনে ২৯ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার,সকালে বাস্তবায়িত প্রকল্প, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও সুরক্ষার জীবিকায়ন শক্তিশালী কিরণ প্রকল্পের
আওতায় উদয়ন চত্বর ওয়াকসপ হয়েছে, উক্ত ওয়াকসপ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা, উপজেলা নির্বাহী অফিসার, ইসাহক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘরিদহ ইউনিয়নের মাননীয়
চেয়ারম্যান,সেলিম আহমেদ তলিব আরো উপস্থিত ছিলেন, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক, শাহাদাত হোসেন মন্ডল , এছাড়াও ওয়ার্কশপে গর্ভবতী মা, দের জন্য স্বাস্থ্য ক্যাম্পাসের আয়োজন করা হয়, প্রকল্পটি
মেনোনাইট সেন্টার , কমিটি বাংলাদেশ, সাঘাটা উপজেলা ঘুরিদহ ইউনিয়নের, 360 জন সদস্য নিয়ে বাস্তবায়িত হচ্ছে, এই প্রকল্প তাতে এলাকার মানুষ অনেক আনন্দিত,