সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় ২ মার্চ শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় গাজীপুরের রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর রাত ৪টা ৭মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন আগুন লাগার তথ্য নিশ্চিত করেন এবং বলেন,
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে খবর পাই গাজীপুরের সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় তিনটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ভোর রাত ৪টা ৭মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।