সুরুজ্জামান রাসেল
গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইলে মিরের বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী মিষ্টি বিপনী ধীরেন বাবু সুইটস এন্ড রেস্তোরাঁর উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ মার্চ বাদ আছর মীরের বাজার চৌরাস্তার পশ্চিম পাশে ধীরেন বাবু সুইটস এন্ড রেস্তোরাঁর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরের বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটি সভাপতি মো.বাতেন ভুইয়া, গাজীপুর জেলা সাবেক সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মোস্তফা মিয়া, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান, দীপক সরকার নান্টু, ধীরেন বাবু সুইটস এন্ড রেস্তোরাঁ স্বত্বাধিকারী, আলতাব হোসেন আওয়ামী লীগ নেতা প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মীরের বাজার জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদুল্লাহ। আয়োজগ সূত্রে জানা যায়, ধীরেন বাবু সুইটস এন্ড রেস্তোরাঁর মিষ্টি সাধে ভরা তৃপ্তি” এখানে দধি, রসমালাইসহ সকল প্রকার মিষ্টি পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।ধীরেন বাবু সুইটস এন্ড রেস্তোরাঁ পূবাইল মিরের বাজারের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।