গাজীপুরের শ্রীপুরে ডাকাতের হামলায় পুলিশ আহত -২ আটক ১

সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে পুলিশের উপর ডাকাতের হামলার ঘটনা ঘটেছে।
গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মধ্যে গাছেরগুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় টহলরত পুলিশের ওপর হামলায় ২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে ১ জন ডাকাত সদস্য গুরুতর আহত হয়েছে।

ডাকাতের বিষয়টি শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির নিশ্চিত করেন।

উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘি গ্রামের হাসিখালি ব্রিজ এলাকায় গতকাল ০৩ মার্চ রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে।

ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– শ্রীপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। এছাড়া আহত ডাকাত দলের সদস্যের নাম রুবেল মিয়া (২৭)। তিনি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন আরো বলেন,‘রাতে শ্রীপুর থানার এএসআই আলিমের নেতৃত্বে চারজন পুলিশ সদস্যকে নিয়ে মাওনা ইউনিয়নে টহল ডিউটি চলছিল। রাত আনুমানিক পৌনে ২টার দিকে গোপন সংবাদে জানতে পারে, হাসিখালি ব্রিজে গাছের গুড়ি ফেলে ডাকাতি করছে একদল ডাকাত। এ সময় এএসআই আলিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাঁদের সাথে থাকা রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। এরপর পুলিশের অন্যান্য সদস্যরা তাদের ধাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল। সঙ্গে সঙ্গে রুবেল নামের ডাকাত সদস্য গুরুতর আহত হন।

পরবর্তীতে আহত অবস্থায় তাঁকে আটক করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং আহত ২ জন পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারাহ বিনতে ফারুক বলেন, ‘আহত ২ জন পুলিশ সদস্য ও অপর ১জন ডাকাত সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *