গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

সুরুজ্জামান রাসেল
গাজীপুর জেলা প্রতিনিধি:

১০ মার্চ ২০২৪ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনয়ের সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোহাঃ আহমার উজ্জামান,পিপিএম-সেবা মহোদয়। রমজান মাসে কোন কুচক্রীমহল যাতে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ব্যবসায়ী ও বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও অবৈধ মজুতদারদের আইনের আওতায় আনতে মাঠে থাকবে গাজীপুর মেট্রোপাল্টান পুলিশ।

উক্ত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *