গোপালগঞ্জে গাছে গাছে আমের মুকুল

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জে গাছে গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের মুকুল উকি দিচ্ছে। চারদিকে মৌ মৌ ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে পরিবেশ। এযেন নবরূপে সেজেছে প্রকৃতি।
৩ মার্চ সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোপালগঞ্জ ঋতুরাজ বসন্তে প্রকৃতিতে রঙের আগুন লেগেছে। শীতের খোলস ছেড়ে নবরূপে সেজেছে গোপালগঞ্জ । উপজেলা সদর সহ গ্রামাঞ্চলের বাসা-বাড়িতে রোপণকৃত ফুল গাছে নানা ফুল ফুটার পাশা-পাশি আম গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের মুকুল উকি দিচ্ছে। আর এ মুকুলের মৌ মৌ ঘ্রাণে মাতোয়ারা হয়ে উঠেছে পরিবেশ।চিরাচরিত নিয়মে প্রকৃতির খেয়ালে স্বর্নালী রূপ ধারণ করেছে আবহমান গ্রাম বাংলা।বিগত বছরের তুলনায় এবার বেশী মুকুল আসতে শুরু করেছে গাছে গাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *