মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ও জীবন উৎসর্গকারী পুলিশের পরিবারবর্গকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রেরন করেন।
গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ২ জন সম্মানিত পুলিশ সদস্যের পরিবারের কাছে আইজিপির শুভেচ্ছা স্মারক, সার্টিফিকেট ও উপহার তুলে দেন গোপালগঞ্জ জেলার সম্মানিত সুযোগ্য পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা পিপিএম ।
সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের কারণে এবং কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল থেকে পহেলা মার্চ “পুলিশ মেমোরিয়াল ডে” উদযাপন করে আসছে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।