মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম
এসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ১০১৪ এর উদ্যোগে এনুয়াল ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২রা মার্চ শনিবার বিকেলে চট্টগ্রাম জিইসিস্থ ওয়েল পার্ক রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডার প্রেসিডেন্ট এলি ত্রিরুপাথি রাজু। ডিস্ট্রিক গভর্নর এলি ইলিয়াস সিরাজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডার প্রেসিডেন্ট এলি সি বালাচন্দ্রন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর এলি মোহাম্মদ জাফর উল্লাহ, ডিস্ট্রিক্ট গভর্নর-১ আলহাজ্ব এস এম আজিজ,ডিস্ট্রিক্ট গভর্নর-২ ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, কেবিনেট সেক্রেটারি মেজবাহ উদ্দিন।সংগঠক আরিফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিস্ট্রিক সেক্রেটারি মোহাম্মদ ইমরান সিকদার, মোহাম্মদ রবিউল হোসেন রবি। অনুষ্ঠান পরবর্তী এসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক – ১০২৪ এর ২০২৪-২৫ সালের নতুন ডিস্ট্রিক্ট কেবিনেট ঘোষণা করা হয়।
নতুন কেবিনেট এর ডিস্ট্রিক্ট গভর্নর আলহাজ্ব এস এম আজিজ, ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর-১ ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর-২ ইউসুফ খান, কেবিনেট সেক্রেটারি ইয়াসমিন আরা চৌধুরী সোমা, কেবিনেট ট্রেজারার আখতার হোসেন, ডিস্ট্রিক্ট গভর্নরের চীপ এডভাইজার মনোনীত হন এডভোকেট মোহাম্মদ ফয়জুর রহমান চৌধুরী। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ আলী, মোহাম্মদ নাছির উদ্দিন, রবিউল হোসেন চৌধুরী, দিদারুল আলম, তৌসিফ, মহিনসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগন।