মোঃ আব্দুল হামিদ(মেহেরপুর)প্রতিনিধিঃ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ থেকে আগামী ১৪ ই মার্চ পর্যন্ত দেশের উপকূলীয় এলাকা ব্যাতিত দেশের প্রায় সকল এলাকায় চরমভাবাপন্য আবহাওয়া বিরাজমান করতেযাচ্ছে।
মানে এইসকল এলাকায় আবহাওয়া অনেকটা শুষ্ক ও দিনে প্রচন্ড রোদ ও কিছুটা গরম পড়বে অপরদিকে রাতে বেশ শীত পড়বে।
দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ভেতরে অনেক পার্থক্যের সৃষ্টি হবে, ফলে মানুষের ভেতরে প্রচুর পরিমানে জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যাথা এলার্জি ডায়রিয়া এই ধরনের রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিতে পারে, বিশেষকরে বৃদ্ধ ও শিশুদের মাঝে এই ধরনের সমস্যা বেশি দেখা দিবে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ ও খুলনা বিভাগের উত্তর অঞ্চলে এইধরনের আবহাওয়ার প্রভাব বেশি দেখা দিবে।
দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস পর্যন্ত উঠে যাবে, আবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১০° সেলসিয়াস এর আশেপাশে চলে আসবে।
দিন ও রাতের তাপমাত্রার ভেতরে এতো পার্থক্যের কারনে আবহাওয়া এইরকম চরমভাবাপন্ন থাকবে।