প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন।
উপজেলা চত্বর থেকে বিশাল এক র্যলী শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয় এবং পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন।
আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, তথ্য কর্মকর্তা মূরশিদা আক্তার ও প্রশিক্ষক অনুকুল বসু প্রমূখ।
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” এই প্রতিপাদ্যের আলোকে বক্তারা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।