নাজমুস সাকিব, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত রোববার রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস সোমবার ভোর ৫টার দিকে বারবাজার রেল স্টেশনে আসে। ওই সময় রেল স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা নিহত ব্যক্তির পরিচয় জানে না। তবে তার বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
বারবাজার রেল স্টেশন মাষ্টার মোবাশ্বের হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ভোর ৫টার সময় বারবাজার অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। আজ সকালে রেলের জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে।