মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের আয়োজনে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যাল মাঠ প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এমপি সুজন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শ দিয়েছেন সমাজের দুস্থ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আপনারা সকলে বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন।
ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মাদ্রাসার শিশুরা অংশ নেয়। মাহফিলে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।