ড. আ ন ম এহছানুল মালিকীর দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

জাবির আহম্মেদ জিহাদ (ঢাকা):

বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে লেখক ও গবেষক ড. আ ন ম এহছানুল মালিকী -এর একক প্রবন্ধগ্রন্থ “গরম ভাত” এবং একক শিশুতোষ গল্পগ্রন্থ “চকলেট আংকেল” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থ উন্মোচন মঞ্চ অনুষ্ঠানে ড আ ন ম এহছানুল মালিকী রচিত একক প্রবন্ধগ্রন্থ “গরম ভাত” এবং একক শিশুতোষ গল্পগ্রন্থ “চকলেট আংকেল” গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, গবেষক, প্রকাশক, সাহিত্যিক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান, লেখক ও গবেষক ড. আ ন ম এহছানুল মালিকী, কবি, উপস্থাপিকা ও সংগঠক তাসনোভা তুশিন, লেখক ও সংগঠক মো. অহিদুর রহমান সহ আরো অনেকেই অংশগ্রহণ করেছেন।

পরিশেষে শ ম দেলোয়ার জাহান লেখকের “গরম ভাত” প্রবন্ধগ্রন্থ থেকে একটি প্রবন্ধ “মুরগি পোলাও” পাঠ করেন। বর্তমান প্রেক্ষাপটে গ্রন্থটির গ্রহণযোগ্যতার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।

ড. আ ন ম এহছানুল মালিকী -এর আমন্ত্রণে সকলে উপস্থিত থেকে গ্রন্থ উন্মোচন মঞ্চ থেকে তাকে লেখালেখির জন্য অনুপ্রেরণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *