মোঃ মেহেদী হাসান ফুয়াদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে দিনাজপুরের সকল স্তরের মানুষ।
রোববার (১৭ মার্চ) সকাল ৯টায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, জেলা পরিষদ. সদর উপজেলা পরিষদ, বিভিন্ন স্কুল-কলেজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ প্রতিনিধি বৃন্দ।
এদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল।
ইকবালুর রহিম বলেন, বাংলার মানুষের কথা বলতে গিয়ে বঙ্গবন্ধু জীবনের অনেক সময় কারাগারে কাটিয়েছেন। এ দেশের মানুষ যেন অন্ন, বস্ত্র, শিক্ষা ও উন্নত জীবন পায় এটাই ছিল তার স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল ইসলাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন প্রমুখ