নওগাঁ প্রতিনিধি
৩১ আগস্ট ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নওগাঁ জেলার শাখার উদ্যোগে আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো সাকিল ইসলাম সামিম, সভাপতি DYDF নওগাঁ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুর মোহাম্মদ উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর নওগাঁ।
এছাড়া ও উক্ত কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য মো মোফাজ্জল হোসেন,চন্দন কুমার দেব, অধ্যক্ষ শাহিদ পরামানিক উপস্থিত ছিলেন।বক্তারা বর্তমান দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা কথা তুলে ধরে।
এছাড়াও নওগাঁ জেলা শাখা কমিটির দায়িত্বপ্রাপ্ত মো কালাম,সাদিয়া সুজাতা,রেজভী, আমিনুল,খাতিজা,রাহিম,মৌ সহ আরো অনেকই বক্তব্য রাখে। বক্তারা বলেন একটি যদি বৃক্ষ নিধন তাহলে তিনটি বৃক্ষ যেন রোপন করি।
এছাড়া ও নওগাঁ বিনির্মাণ করতে সামাজিক সংগঠন এর কোন বিকল্প নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধ্রুবতারা সকল সদস্যদের নিয়েই তিনি দুর্নীতিমুক্ত নওগাঁ গড়তে চান। উক্ত অনুষ্ঠানটির সমন্বয়েকের দায়িত্বে ছিলেন মো: সেলিম রেজা, সাধারণ সম্পাদক DYDF নওগাঁ। পরিশেষে বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।