নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৫ জন আহত

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার রাতে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বান্দাইপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন।

আহতরা হলেন, বান্দাইপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মাহাবুর, নাতী আরিফ হোসেন, আতিকুর রহমান, নাতনী সুবর্ণা আক্তার ও পুত্রবধূ রোজিনা আক্তার।

ভূক্তভোগী রিয়াজ উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে উভয় পরিবারের ছোট বাচ্চাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় পার্শ্ববর্তী ফেট গ্রামের ফারুক হোসেন ও আইয়ুব আলীসহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে বাড়ির দরজা ভেঙ্গে অতর্কিত ভাবে বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে আহত করেন। এসময় প্রতিপক্ষের লোকজন নগদ ১ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান। অপরদিকে প্রতিপক্ষের ফারুক হোসেন জানান,  এ ঘটনায় আমার বাবা আইয়ুব আলীও আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার ওসি  তদন্ত আব্দুল গনি বলেন, এই ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষীদের প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *