📰 মাহদি হাসান নকলা (শেরপুর):
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার ২মে দুপুরে প্রতিক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার।
নকলা উপজেলা পরিষদে ৫জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান, প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিক বরাদ্দ পাওয়ার সাথে সাথেই নির্বাচনী প্রচারণায় ঝাপিয়ে পড়েছেন প্রার্থীরা।
প্রতিক বরাদ্দের আগে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।