মাহদি হাসান, (শেরপুর):
শেরপুরের নকলা থানা পুলিশের আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের মিয়া।
সভায় সড়ক আইন ও দূর্ঘটনার প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: খোরশেদ আলম।
থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, উপজেলা বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগ নেতা বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, উপজেলা সিএনজি, অটোরিক্সা ও ভ্যানচালক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা শাহ মো. ফুয়াদ হোসেন,
পৌর কাউন্সিলর জরিপ হোসেন প্রমুখ।
এসময় থানার পুলিশ, উপজেলার সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের অর্ধ শতাধিক মালিক, চালক ও শ্রমিক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।