মোঃ কামরুল হাসান সৈকত নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গত মঙ্গলবার (৫ মার্চ ) বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগে কর্মশালাটি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মশালাটি প্রধান আয়োজক ছিলেন মার্কেটিং বিভাগের প্রধান এবং বিভাগীয় প্রধান ড. আব্দুল মোমেন । তিনি বলেন উপাচার্য অধ্যাপক ড.সৌমিত্র শেখর স্যার , ট্রেজারার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.আতাউর রহমান স্যারের প্রত্যক্ষ অনুপ্রেরণায় এমন কর্মশালার আয়োজন মার্কেটিং বিভাগকে সমৃদ্ধির আরো দ্বারপ্রান্তে পৌঁছে দিবে ।
প্রধান স্পিকার জনাব শেখ জগলুল তারেক তার বক্তব্য, ভিডিও ও তথ্যচিত্র উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে একুশ শতাব্দিতে সাপ্লাই চেইন – ডিমান্ড এবং এর ভবিষ্যৎ। কীভাবে একটি দেশের পণ্য চাহিদা মেটানোর পাশাপাশি ব্যবসায়কে লাভজনক করে তোলা যায় পাশাপাশি সমাজের জন্য অবদান রাখতে হয় বিষয়গুলো উঠে আসে তার বক্তব্যে। এছাড়াও ব্লকচেইন এবং এর সুবিধা-অসুবিধা, জব রিক্রুটমেন্ট এন্ড রিকোয়ার্মেন্ট বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপিত হয়। তিনি বলেন, একজন মার্কেটিং এর শিক্ষার্থী হিসেবে তোমাকে আরও এডভান্স হতে হবে, ভবিষ্যৎ দেখতে জানতে হবে, যেভাবে আমরা আগামী আঠারো মাসের সাপ্লাই চেইন এন্ড ডিমান্ড প্ল্যানিং করে রাখি।
তিনি আরও বলেন, বর্তমানে চাকরির বাজার খুবই প্রতিযোগীতামূলক, কিন্তু অসম্ভব নয়। তোমাদের জন্য প্রচুর সম্ভাবনা অপেক্ষা করে আছে। গতানুগতিক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এর বাইরে গিয়ে নিজের দক্ষতা বাড়াও, প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সময় ব্যয় করে পরিশ্রমী হলে তোমরা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
এদিন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় প্রভাষক জনাব কুমার বিশ্বজিৎ সাহা, প্রভাষক মাহমুদা আক্তার এবং প্রভাষক সুমনা আক্তার সুমি।
এসময় কর্মশালায় উপস্থিত অন্যান্য শিক্ষকরাও ধন্যবাদ জানান অতিথিকে। সবশেষে শিক্ষার্থীদের উৎসুক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আগত বক্তা।
এছাড়াও এদিন নজরুল বিশ্ববিদ্যালয় ইংলিশ কনভার্সেশন ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন জনাব শেখ জগলুল তারেক। শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে কাজ করবে ক্লাবটি। এসময় মার্কেটিং বিভাগের পক্ষ থেকে অতিথীর হাতে সম্মাননা স্মারক, উপহার ও বই তুলে দেন শিক্ষকমণ্ডলী। কর্মশালা শেষে বিভিন্ন উপহার সামগ্রী ও সার্টিফিকেট অব পার্টিসিপেশন পায় উপস্থিত শিক্ষার্থীরা।
কর্মশালায় উপস্থিত মার্কেটিং ১ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, খুবই ইনফরমেটিভ সেশন ছিলো। নতুন অনেক কিছুই জানতে পেরেছি, যা আমার একাডেমিকের পাশাপাশি বাস্তব জীবনেও অনেক কাজে আসবে বলে মনেকরি।
মার্কেটিং ২য় ব্যাচের শিক্ষার্থী আলাওল করিম ফয়সাল বলেন, তারিক স্যারের সেশনটা
খুবই গুরুত্বপূর্ণ ছিলো। মূলত প্রায় সাড়ে তিন ঘন্টার সেশনের প্রতিটি মুহূর্তই অনেক শিক্ষণীয় ছিলো আমার জন্য। এই প্রকার কর্মশালা আয়োজনের জন্য ড. আব্দুল মোমেন স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
মার্কেটিং ২য় ব্যাচের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলেন, সচারচর খুব একটা সেমিনার বা ওয়ার্কশপে যাওয়া হয়না। তবে কিছু