নিরব কে ফিরে পেতে চান তার পরিবার যার জীবনে ঘটে যায় সেই বোঝে তার ব্যথা।

মো:জাহিদুল ইসলাম
প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধা মাঠের হাট নামক গ্রামের বাড়ি পিতা: মো:,হাসেন আলী মাতা: মোছা:নাজমি বেগম, ছেলে নিরব মিয়া( ১৪) তারিখ ১৪/০৯/।

২০২৪;ইং অনুমানিক রাত ৮ঘটিকা থেকে ঢাকা চান্দুরা বাড়াইপাড়া মোল্লাপাড়া থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ।

দেখতে অনেকটা সাদাসিদে তিনি। পরনে ছিল একটি গেঞ্জি ,: গ্রামের বাড়ি গাইবান্ধা মাঠেরহাট
মা-বাবা গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস ছুটি হলে বাসায় ফিরে দেখেন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাগলের মত হয়ে গিয়েছে তার মা,বাবা, তার পরিবারের কাছ থেকে শোনা যায় নিরব মিয়া নিখোঁজ , যার ছেলে হারিয়ে যায় সেই তো বুঝে তার বেদনা হাহাকার করে পাগলের মত হয়ে গিয়েছে তার মা-বাবা, যদি কেউ তাকে খুঁজে পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন প্রয়োজনে । নিজস্ব প্রতিনিধি মো:জাহিদুল ইসলাম , যে সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *