উপজেলা প্রেসক্লাব,আক্কেলপুর”জয়পুরহাট এর সন্মানিত সকল সাংবাদিক বৃন্দদের জানানো যাচ্ছে যে আসছে আগামী ৮ ই মে দেশের প্রথম ধাঁপে অনুষ্ঠিতব্য জয়পুরহাট জেলার ৩ টি উপজেলা পরিষদ নির্বাচন-২৪-ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাহারা উক্ত নির্বাচনী মাঠে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করিতে ইচ্ছুক তাঁহারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আপনাদের কর্মরত পত্রিকা বা টিভি চ্যানেলের আইডি কার্ডের ফটোকপি,স্ট্যাম্প সাইজের ২ কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি,ব্যবহারিক যান চলাচলের জন্য বাইক বা মাইক্রো-কার এর সঠিক কাগজপত্র এর ফটোকপিসহ রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করিয়া উপজেলা প্রেসক্লাবে জমা দেয়ার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো যাচ্ছে।
আহ্বানে:- নিরেন দাস
(সাধারণ সম্পাদক)
উপজেলা প্রেসক্লাব,আক্কেলপুর” জয়পুরহাট।
যোগাযোগ:- ০১৯১৭-২১১১১২
বিঃদ্রঃ- এবারের নির্বাচনে কোন প্রকার দলীয় প্রভাব খাটিয়ে এক দিনের জন্য কোন ভুয়া সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের কার্ড পাবেন না। একমাত্র পেশাজীবী সাংবাদিক ছাড়া ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে ম্যাজিস্ট্রেটের একটি টিম সর্বক্ষণ মাঠে থাকবে।