স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীতে দিনে দুপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার হাত পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যাক্তির নাম মোঃ জামাল উদ্দিন (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়,
(২৯ আগষ্ট) বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটের সময় নোয়াখালী সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের দুম্বা পাটোয়ারী বাজারের পশ্চিমে এমন নৃশংস রগ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। এ
সময় ১০/১২ জনের একটি গ্রুপ তাকে ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় হামলাকারীরা। তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। তিনি ৮নং এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলে সুত্রে জানা যায়।
তার ভ্রাতুষ্পুত্র এওজবালিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আরিফুর ইসলাম সুমন এ প্রতিবেদককে বলেন, সাবেক চেয়ারম্যান শাহজাহান ও তার ভাইয়ের নেতৃত্বে রগ কাটার ঘটনা ঘটেছে।
তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটিয়েছে। সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ও দ্বন্দ্বের জেরে রগ কাটার ঘটনা ঘটতে পারে। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।