রাসেদ বিল্লাহ চিশতীঃ
টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণে নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডই প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ফসলী জমি, মৎস খামার, গরুর খামার, ঘর বাড়িসহ প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ৫/৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। জনসাধারণের মাঝে খাদ্য সংকট দেখা দেয় প্রকটভাবে। অনেকের বাড়িঘর ভেসে গেছে। অনেকেই পানিবন্দি হয়ে রয়েছেন।
(২৫ আগষ্ট) রবিবার নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ড হুগলিতে বন্যার্ত বানভাসি জনসাধারণের মাঝে
আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা জেলা সভাপতি কাজী শিব্বির আহমেদ ও সদর উপজেলা সভাপতি মোঃ ছালা উদ্দিনের সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পূর্ণ হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা নোয়াখালী জেলা সভাপতি কাজী শিব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, নোয়াখালী জেলার ৯৩টি ইউনিয়নে গত কয়েক দিনে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পানি বন্দী হয়ে পড়েছে অন্তত ২০ লক্ষ বাসিন্দা।
নোয়াখালী উপকূলীয় অঞ্চলে এত বন্যা দেখেছি, কিন্তু এমন ভয়াবহ অবস্থা দেখি নাই। এবারের বন্যা আমাদের বিপর্যস্ত করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা নোয়াখালী সদর উপজেলা শাখা সভাপতি মোঃ ছালা উদ্দিন এ প্রতিবেদককে বলেন, বন্যায় পানি বন্দী মানুষের জন্য প্রয়োজন শুকনো প্রস্তুতকৃত খাবার সরবরাহ, বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ, পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন তৈরি করা ও স্যালাইন বিতরণ, উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করা, বিনামূল্য ওষুধ বিতরণসহ ব্যাপক ত্রান সামগ্রী বিতরণে এগিয়ে আসতে দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষের প্রতি অনুরোধ করেন।