নোয়াখালীতে বানবাসীদের মাঝে ইসলামিক ফ্রন্টের বাংলাদেশের ত্রান সামগ্রী বিতরণ

📰রাসেদ বিল্লাহ চিশতীঃ

টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকের বাড়িঘর ভেসে গেছে। অনেকেই পানিবন্দি হয়ে রয়েছেন। জনসাধারণের মাঝে খাদ্য সংকট দেখা দেয় প্রকটভাবে।

আজ (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার নোয়াখালী জেলা শহরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা কমিটির উদ্যেগে বিভিন্ন উপজেলার পাঁচ শতাধিক বন্যার্ত বানবাসীদের মাঝে ব্যাপক ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান সামগ্রী বিতরণে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক আল্লামা মোশাররফ হোসেন হেলালী বলেন, নোয়াখালীতে বন্যায় পানি বন্দী মানুষের জন্য খাবার সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত হয়েছি। বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণে দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ এগিয়ে আসা উচিত।ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুদ্দোহা সাংবাদিকদের বলেন, নোয়াখালী জেলার ৯৩টি ইউনিয়নে গত কয়েক দিনে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পানি বন্দী হয়ে পড়েছে অন্তত ২০ লক্ষ বাসিন্দা।

নোয়াখালী উপকূলীয় অঞ্চলে এত বন্যা দেখেছি, কিন্তু এমন ভয়াবহ অবস্থা দেখি নাই। এবারের বন্যা আমাদের বিপর্যস্ত করে তুলেছে।

ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ কাউসার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতী আবদুল আলিম, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন নয়নসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। ত্রান সামগ্রী প্রাক্কালে বানবাসীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *