নোয়াখালীর বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়ে আহত-৩৫

রাসেদ বিল্লাহ চিশতীঃ

নোয়াখালীতে বন্যাদুর্গত এলাকায় ৩৫ জনকে বিষাক্ত সাপে কামড়ের ঘটনা ঘটেছে। আহত ব্যাক্তিদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নোয়াখালীতে বন্যাদুর্গত এলাকায় গত দুই দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে বিষাক্ত সর্প দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তিনি তাৎক্ষণিক এদের পরিচয় জানাতে পারেনি। গত শুক্রবার ৯ জন এবং এর এক দিন আগে বৃহস্পতিবার ২৬ জনকে বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপের দংশনের স্বীকার হয়। বৃষ্টি ও বন্যার পানির স্রোতে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *