পঞ্চগড়ে ২৭,দিন যাবৎ অনুপস্থিত চেয়ারম্যান পদত্যাগ না করলে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচী।

মেহেদী হাসান মিরাজ,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ অচল হয়ে পড়েছে।শেখ হাসিনা সরকার পতনের পর এই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুদরতি-খুদা-মিলন অফিসে না আসার কারণে এই অচলাবস্থ্রা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সদস্যরা। অনেক সদস্যও পরিষদে উপস্থিত থাকছেন না। জানাগেছে ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচী পালন করছে ইউনিয়নবাসী। রবিবার দুপুরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ এবং জুতা মিছিল করেছে স্থানীয়রা।

এসময় তারা অভিযোগ করেন বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুদরত-ই-খুদা মিলন জমি দখল, চাকুরি দেওয়ার নামে টাকা আতসাৎ ও বাংলাবান্ধা স্থলবন্দরের কুলি শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তেঁতুলিয়া, উপজেলার সিপাইপাড়া বাজারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন, বিক্ষোভ জুতা মিছিল কর্মসূচী পালন ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *