তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি, মেহেদী হাসান মিরাজ।
তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ানে পেয়াজ চুরির ঘটনা ঘটে, কৃষকরা জানান, নিজ পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিক সচ্ছল হতে এবার পেঁয়াজ আবাদে ঝুঁকেছেন তারা। এখন মুড়িকাটা পেঁয়াজ তোলার সময়। এরই মধ্যে জেলার তেঁতুলিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের ক্ষেত থেকেই শুরু হয়েছে পেঁয়াজ চুরির ঘটনা। এই অবস্থায় অনেক কৃষক পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
আমরা গরিব মানুষ। দুই কাঠা মাটিতে পেঁয়াজ-রসুন চাষ করেছি। গত ২৯ ফেব্রুয়ারি রাতে চোর ক্ষেত থেকে সব পেঁয়াজ ও রসুন তুলে নিয়ে গেছে। গত ১ মার্চ সকালে এসে দেখতে পাই ক্ষেতের ওপর গাছগুলো ফেলে রেখেছে চোর। এখন খুব চিন্তায় আছি আমরা, আমার খুব বড় লোকসান হয়ে গেছে।
রাতেই ৩ থেকে ৪ কাঠা জমিতে লাগানো পেঁয়াজ তুলে পাতাগুলো কেটে ফেলে রাখেন চোরেরা। এক কাঠা জমিতে প্রায় ৮ থেকে ৯ মণ পেঁয়াজ হয়। ৮০ টাকা কেজি দরে বর্তমানে চাষিদের নতুন পেঁয়াজ পাইকারদের কাছে বিক্রি হচ্ছে। এক কাঠা জমিতে কমপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার টাকার পেঁয়াজ হয়। পেঁয়াজ হারিয়ে দিসেহারা কৃষকেরা, আতঙ্কে পেঁয়াজ চাষিরা।