“পথে পথে ঘুরে বেড়াচ্ছেন শিকল পড়া তালা বাবা।

📰মো:জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি ।

গাইবান্ধা সদর উপজেলা ১১ নং গিদারী ইউনিয়ন গাছের ভিটা গ্রামের শিকল পড়া তালা বাবা নামে আজব এক লোক, গায়ে তালা ও পরনে চটের বস্তা প্রায় ২২ বছর থেকে ভাত খায় না কেউ দিলে খায় না দিলে খায় না ।

প্রকৃতভাবে তিনি রুটি ও পান খান, কখন কোথায় ঘুমাবেন নিজেও বলতে পারেন না, নাম মো :মঞ্জিল ইসলাম বয়স (৬৮)পিতা মৃত্যু মেহেরুদ্দিন ছিলেন ভারতের পীর খাজা খঞ্জন সাধুর মরিদ মঞ্জিল ইসলামের যখন বয়স ১০ তখন তার বাবা মেহেরুদ্দিন ভারতের সাধুর দরগায় নিয়ে যান সেখানে তার বাবার সাথে আষ্টমে বড় হতে থাকেন ১৯ বছর সাদুর আষ্টমে কাটিয়ে ৩০ বছরে গাইবান্ধা নিজ বাড়িতে আসেন। তখন তার মাথায় বড় বড় জট পাকানো চুল ও

পরনে ছিল চটের বস্তা, শরীর জুড়ে বিভিন্ন রকমের তালা, ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার মা একই গ্রামের (৩২)বয়সী সাহিদার সাথে বিয়ে দেন মঞ্জিল ইসলামের, এরপরেও সংসার জীবনে ছাড়তে পারল না সাধুর ভেস,বর্তমানে তিনি পাচঁ সন্তানের বাবা দুই ছেলে তিন মেয়ে। বাড়ি ভিটা সহ দুই বিঘা জমির মালিক মঞ্জিল,

স্থানীয় রা বলেন মঞ্জিল ইসলামের অনেক ভক্তবৃন্দ রয়েছে। কাউকে যদি পানি পুদিয়ে দেন তার ঔষধ লাগেনা এমনটা শোনা যায়। বিভিন্ন মাজারে জান তিনি কোন নিশা করেন না যেমনটা শুনতে পাই। এরকম করে তার জীবন চলে আসছে গাইবান্ধা সদর ১১ নং গিদারী ইউনিয়নের বাসিন্দার মনজিল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *