পলাশবাড়ীতে টাকা ভাগাভাগি করতে গিয়ে দন্ডে বাড়ির উঠানে পরে থাকা লাশ৭২ ঘণ্টা পর দাফন

মো:জাহিদুল ইসলাম,গাইবান্ধা সদর উপজেলা

গাইবান্ধায় জমি বিক্রির টাকা ভাগাভাগি করতে গিয়ে দন্ডে ভাই ভাতিজা বাড়ির উঠানে পড়ে থাকা লাশ, মোতাহার হোসেন মুন্সির (৭৫)লাশ জানাজার শেষ দাফন করা হয়েছে বৃহস্পতিবার ২২ শে ফেব্রুয়ারি রাতে পলাশবাড়ী উপজেলার পেত কাঁপা ইউনিয়নের সাকোয়া মাঝিপাড়া গ্রাম পুলিশ হস্তক্ষেপে পারিবারিক কবরস্থানে লাশ দাফন

সম্পন্ন করা হয় , এর দুইদিন আগে মারা যান ২০শে ফেব্রুয়ারি রোজ,মঙ্গলবার, রাতে আনোয়ার খান মডান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশও স্থানীয়রা জানান মোতাহার হোসেন মুন্সী ঢাকায় গণপূত মন্ত্রণালয়ের সহকারি অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি, বেশ কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নেন কিন্তু সে অসুস্থতা থাকার কারণে জমি বিক্রি করেন ২ কোটি ১৮ লাখ টাকা ঢাকার একখণ্ড জমি৷ সেই টাকা তার ভাতিজা মোতাহার হোসেনের কাছ থেকে নিয়ে কোন ব্যাংকে রেখেছেন কেউ জানেন না মোতাহার হোসেন মারা যান পরে পলাশবাড়ীতে লাশ নিয়ে আসেন মোতাহার হোসেন স্ত্রী টাকার কথা জিজ্ঞেস করলে কেউ শিকার হয় না সেখানে কথায় কথায় এক পর্যায়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় লাশ উঠানে রেখেই টাকা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় স্থানীয়রা সমাধান করলেও সমাধনা আসেন না তার ভাতিজা পরবর্তীতে পুলিশ এসে গণ্যমান ব্যক্তিবর্গ এসে সমাধান করে দেন পরে তার জানাজা সম্পূর্ণ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *