ফটিকছড়ি ইমামনগরে এনতেশাহ আলীর ৭৭তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম

ফটিকছড়ির থানার অন্তর্গত ইমামনগরস্থ অলিয়ে কামেল হযরত শাহ ছুফী এনতেশাহ আলী (র:)’র ৭৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ৪ঠা মার্চ সোমবার দিনব্যাপী নানান কর্মসূচির মাধ‍্যমে সম্পন্ন হয়েছে। হুজুরের নাতি মোহাম্মদ রফিকুল আলমের ব‍্যবস্থাপনায় হুজুরের মাজার সংলগ্ন ইমামনগর গ্রীন হাউস শাহ রফিকিয়া দরবার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফে দিনব্যাপী কর্মসূচির মধ‍্যে ছিল মাজার গোসল,মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, ছেমা মাহফিল, তবরুক বিতরণ। ওরশ শরীফে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, আওয়ামীলীগ নেতা এনামুল হক বাবুল, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আবু আলমগীর, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, ডাক্তার সাইদুল ইসলাম সোহেল, ডাক্তার রামপ্রসাদ, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের মার্কেট অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, মোহাম্মদ আবেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ মঈনুদ্দীন, মোহাম্মদ আলাউদ্দীন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আব্দুল মন্নান, মোহাম্মদ আরফাত হোসেন, মোহাম্মদ রিফাত হোসেনসহ অন‍্যান‍্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *