বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগের ইফতার বিতরণ

ইসমাইল আশরাফ

মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের লালমনিরহাট সদর উপজেলা শাখা প্রতি বছরের ন্যায় এবারও গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন(সুমন খান)।

পবিত্র মাহে রমজানে এমন উদ্যোগ গ্রহণ করায় জেলার সুধি সমাজ আওয়ামী যুবলীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, প্রফেসর মোঃ শফিকুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন- যুবলীগ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য ছিলো বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব ও দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলায় সহযোগিতা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমূহ প্রতিষ্ঠাসহ দেশে গঠনের সংগ্রামে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করা।

স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত দেশে স্বাধীনতার লক্ষ্য অর্জনসহ বঙ্গবন্ধুর নেতৃত্বে পুণর্গঠনের কাজ শুরু হয়। পাকিস্তানী শোষকদের দীর্ঘ শোষণ, ব্যঞ্জনা, অন্যায়ের পর লাখো শহীদের রক্ত ও মা-বোনের মহান ত্যাগ, কোটি বাঙালির আবেগের ফসল বাংলাদেশ প্রতিষ্ঠার পর পরই নানাবিধ সমস্যার সম্মুখীন দেশ ও জাতি। ঠিক তখনই বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২সালের ১১নভেম্বর শেখ ফজলুল হক মনির হাত ধরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট সদর উপজেলা শাখা সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছে।

এ ছাড়াও উক্ত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ শরাফত আলী পেয়ারা ও যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *