বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার গংঙ্গারামপুর ইউনিয়নে গতকাল বুধবার বিকাল ৫ টায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। এসময় তিনি বয়ারভাঙ্গা বিশম্বর মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন খড়িয়া নদীতে ভাসমান ব্রীজ নির্মানের পরিদর্শন, খগেন্দ্রনাথ মহিলা কলেজের ছাত্রী নিবাস, কৃষকদের বোরো ও গম খেত পরিদর্শন শেষে কৃষকদের সমস্যা নিরুপন ও কুশল বিনিময় করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক মহিলা ভাইচ চেয়ারম্যান বুলু রায় গাংঙ্গলী, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, উপজেলা যুবলীগ নেতা পলাশ রায়, এমপি পিএস দুর্জয় রায়,পল্লব মন্ডল, মোঃ ইসমাইল হহোসেন প্রমূখ।