ববিতে আইন বিভাগের মক ট্রায়েলের শুভ উদ্বোধন!

তানজিদ শাহ জালাল ইমন,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের মক ট্রায়েলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উদ্বোধন করেন।

এসময় নবনির্বাচিত উপাচার্যের কাছে শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। নিয়মিত মক ট্রায়েল অনুশীলন এর উদ্দেশ্য একটি এজলাস কক্ষও দাবী করেন তাঁরা।দাবি পূরণের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ও দায়রা জাজ পদমর্যাদা সম্পন্ন স্পেশাল বিভাগীয় জজ মেহেদী আর মাসুদ ও আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার।

আইন বিভাগের চেয়ারম্যান সরদার কায়সার আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের প্রভাষক মো. ছোটন আলী। উপস্থাপনায় ছিলেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরোজ শ্রাবণী। অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *