মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগারওয়ালা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়াতে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সদস্যরা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে।
২রা মার্চ শনিবার দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ভবানী শংকর আগরওয়ালাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ রিয়াজ চৌধুরী পিম ফুলেল সংবর্ধনা প্রদান করতে গিয়ে বলেন, আমরা মনে করি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি হিসেবে যোগ্য সংগঠক এবং সভাপতি ভবানী শংকর আগরওয়ালা নির্বাচিত হয়েছেন তা দিনাজপুরের প্রতিটি মালিকের গর্ব। বাংলাদেশ পরিবহন সেক্টরে যে কোনো সমস্যা দেখা দিলে বা সদস্যদের মঙ্গলে এখন থেকে তিনি কাজ করে যাবেন বলে আমাদের বিশ্বাস।