বাউফলে বেহাল থাকার কারণেহয়েছে দুর্ঘটনা।বগা আর এন্ডএইচ হতে বাহেরচর জিসি ভায়া

পটুয়াখালী জেলা প্রতিনি

কাছিপাড়া বাজার সড়ক প্রসস্তকরন ১৩.২৫০ কিলোমিটার।রাস্তাটি উদ্বোধন করেন আলহাজ্ব আ,স,ম, ফিরোজ এমপি সাবেক চিফ হুইপ জাতীয় সংসদ। বাউফল পটুয়াখালী
বগা বাজার থেকে বাহেরচর বাজার পর্যন্ত। রাস্তার কাজ শুরু করেন ।এতে স্থানীয় সূত্রে জানা যায়।
বাহেরচর বাজার থেকে বগা পর্যন্ত রাস্তার কাজ শুরু করলে। রাস্তার কাজ কোন কোন জায়গায়
কিছু বালু ফেলিয়ে
ঢেকে রেখেছেন।এছাড়া রাস্তার কাজে যে পরিমাণে বেট কাটার কথা থাকলেও
ওই পরিমাণে বেড কাটেননি এতে হতে পারে বেহাল অবস্থা।
স্থানীয় সূত্রে আরো জানা যায়।
কনকদিয়া ব্রিজ বাজার থেকে
বগা পর্যন্ত রাস্তার কাজ পরিপূর্ণভাবে করেন ঠিকাদার।
এবং বিরিজ বাজার থেকে বাহেরচর পর্যন্ত
রাস্তার কাজ এতটা বেহাল অবস্থায়। পড়ে থাকায় ক্ষতি হচ্ছে ওই এলাকার সাধারণ জনগণসহ ও যানবহন। রাস্তাটির দীর্ঘদিন পর্যন্ত এই পরিস্থিতি থাকায়।কালিশুরি থেকে ভাইয়া কাছিপারা হয়ে ঢাকার উদ্দেশ্যে গেলে এতে প্রায় সময় কাছিপাড়া বাজারের বেড কাটা অবস্থায় থাকায় ঘটে দুর্ঘটনা চেয়ারম্যান পরিবহ ও তেতুলিয়া পরিবহন
সকাল সন্ধ্যা চারটি গাড়ি আসা-যাওয়া করেন।
এতে সবচেয়ে ভোগান্তি হচ্ছে কাছিপাড়া কলেজ ও
কাছিপাড়া হাই স্কুল সহ তিনটি মাদ্রাসা থাকায় কষ্টকর হচ্ছে ওই এলাকার ছাত্র-ছাত্রী ও জনগণ।
কাছিপাড়ার চৌমুহনী বাজারের বেহাল অবস্থায় থাকার কিছু
বসত দোকান দারদের সহ ড্রাইভারদের ও ওই এলাকার সাধারণ জনগণ দাবী করে বলেন যাতে এই রাস্তাটি কাজ সম্পন্ন সঠিক সিদ্ধান্ত নিয়ে শেষ করেন।
রাস্তাটি বেহাল থাকার কারণে যে কোন মুহূর্তে হতে পারে মারাত্মক দুর্ঘটনা।এই রাস্তা বিষয়ে
ঠিকাদার জামাল সাহেবকে মোবাইল ফোনে জানতে চাইলে সে বলেন আমি কাজ পেয়েছি।
দেড় মাস থেকে দুই মাস হয়েছে। ঠিকাদার জামাল আরো বলেন আমি কাজ ফেলিয়ে রাখিনি।
কাজ চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *