বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র দখলের অভিযোগ ভিত্তিহীন বানোয়াট :বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক

ওসমান গনি,বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা বিএনপির সাধারন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে শহরের গ্র্যান্ডভ্যালী হোটেলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে ভয়েস অফ চট্টগ্রাম নামে একটি অনলাইন প্লাটফর্মে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদ রেজাকে নিয়ে জমি দখলের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানান নেতারা। তারা বলেন একটি পক্ষ দলের সাধারন সম্পাদককে দল থেকে মাইনাস করার চেষ্টা করছে এজন্য বাইরে থেকে ভাড়া করে এনে একটি ভূইফোড় অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে দলের সাধারন সম্পাদককে বিতর্কিত করার চেষ্টা করছে।

এসময় সংবাদ সম্মলনে দলের সাধারন সম্পাদক অভিযোগ করে বলেন একটি ষড়যন্ত্রকারী মহল যারা দলের দুসময়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা এখন দলের সুসময়ে ফায়দা লুটার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাকে বিভিন্ন ভাবে বিতর্কিত করে দল থেকে মাইনাসের চেষ্টা করছে।

এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি লুসাই মং মারমা, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বিএনপি নেতা নুরুল ইসলাম, চনুমং মারমাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *