মোঃ আশিকুর সরকার (রাব্বি)
-রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
বড়াবরের মতো আবারো আসছে উপজেলা নির্বাচন। রাস্তা ঘাটে, দোকান পাটে শুনা যাচ্ছে নির্বাচনি গুঞ্জন। তারোই মধ্যে রাজারহাট উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে নির্বাচনি প্রস্তুতি। গতবারের নেয় এবারও জনগণের মতামত নিয়ে এগোতে চাইছেন বর্তমান চাকির পশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি
অজয় কুমার সরকার।তিনি ইতিমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে জনগণের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন। এবং তিনি নাজিমখা ইউনিয়ন বাছড়া বাজারে সকল দোকানদার দের সঙ্গে মত বিনিময় ও বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান,আমি ৫ বছর মানুষের পাশে ও বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম সারা জীবন যেন মানুষের পাশে থাকতে চাই। মাদক,সন্ত্রাস বিরুদ্ধে সুখে দাঁড়। শিক্ষা ও বেকারত্ব নিয়ে কাজ করব।এবং এবার আমি নির্বাচনে জয়ী হলে সব আগে রাজারহাটের অসহায় ও গরিব দুঃখী মানুষদের জন্য কাজ করবো । এবং রাজারহাটের শিক্ষা ব্যবস্থা ও বিকার মুক্তো করতে জেটা করনিয় আমি সেটাই করবো, এবং উক্ত রাজারহাট উপজেলার দরিদ্র মানুষের জন্য আমার সাধ্য মতো তাদের পাশে দারানোর চেষ্টা করবো। তিনি বলেন এবার আসছে রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে আমি জনগণের মতামত নিয়ে এগোতে চাই। এবং জনগণের উপর বা তাদের মতামতের উপর নির্ভর করে আমি তাদের কাছে দোয়া ও আশির্বাদ নিয়ে উক্ত নির্বাচনে এগোতে চাই।