মো:জাহিদুল ইসলাম
গাইবান্ধা সদর উপজেলা।
বিশ্ব পানি দিবস ২০২৪এর প্রতিপাদ্য Water for peace(শান্তির জন্য পানি)কে কেন্দ্র করে বন্যা প্রবণও চরঅঞ্চলের বাস্তবতায় পানির প্রভাব তুলে ধরতে ২১মার্চ ২০২৪ গাইবান্ধা পৌরসভা আয়োজন করে। চিত্র অঙ্গন প্রতিযোগিতার,এস কে এস ফাউন্ডেশন এর রাইজিং ফর রাইটস প্রকল্পের আওতায় গাইবান্ধা, পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এই চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন গাইবান্ধা পৌর এলাকার বিভিন্ন স্কুলের ১৫ জন শিক্ষার্থী। প্রধান অতিথি হিসেবে চিত্র অঙ্গন প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান,অনুষ্ঠানে উদ্বোধন করে মেয়র বলেন,পানি জীবন পানি মরণ বিশুদ্ধ পানি আমাদের জীবন রক্ষা করে। তেমনি দূষিত পানি আমাদের প্রাণ হরণ করে। তাই পানি পানও ব্যবহারে আমাদের সচেতন হতে হবে,এই সময়ে তিনি পানি সম্পর্কে গুরুত্ব পুণ্য কথা বলেন।