রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজের আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
তার পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকায় ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে পুলিশ। যার কারণে তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।
রোববার (৩ মার্চ) সকালে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামে বৃষ্টির বাড়িতে গিয়ে দেখা যায়, থমথমে বাড়ির পরিবেশ। যেন শোকে পাথর হয়ে গেছে সবাই।
স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী আর প্রতিবেশী, আত্মীয়তে ঠাসা পুরো বাড়ি। নিহতের মা বিউটি বেগমকে ঘরের বারান্দায় এনে বসানো হয়েছে। নিহত বৃষ্টির ইডেন কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বুকে ধরে বসে আছেন।
কিছুক্ষণ পর পর শুধু বৃষ্টি বৃষ্টি করে উঠছেন, আবার চুপ হয়ে যাচ্ছেন। তিনি বিলাপ করছেন, আর মেয়ের স্মৃতিচারণ করছেন। বার বার মূর্ছা যাচ্ছেন।
আর প্রতিবেশীদের কাছে বলছেন, ‘আমার সন্তান আমার কাছে না দিয়ে, কোনখানে রাখছে গো। আমার মেয়েকে আমার কাছে দাও। কখন আসবে আমার সোনা মনি। কখন দেখব সোনা চানকে।’