মরহুম হাজী হাবিব উল্যাহ নাজির’র ৩৬তম মৃত্যু বার্ষিকী ও স্মরণিকার মোড়ক উন্মোচন

স্মরণ সভা

সদর উপজেলাতে বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব ফখরুল ইসলামের শ্রদ্ধেয় পিতা মরহুম হাজী হাবিব উল্যাহ নাজির’র ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও স্মরণিকার মোড়ক উন্মোচন সম্পুর্ন হয়েছে। (২৫ ফেব্রুয়ারী রবিবার) নোয়াখালী পৌরসভার লক্ষিনারায়নপুরে এফ ইসলাম হেরিটেজ আর্কাইভস্ মিলনায়তনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে উক্ত স্মরণ সভা, দোয়া মাহফিল ও নিজের লেখা “একজন আদর্শ পিতার স্মৃতি কথা” স্মরণিকার মোড়ক উন্মোচিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক উপধ্যক্ষ প্রফেসর ড. আ.ফ.ম রুহুল আমিন, লক্ষিনারায়নপুর হাজী আছমত উল্যাহ জামে মসজিদের সভাপতি মুহতামিম হাজী নুরুল আমিন, মুহতামিম আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে। এছাড়া স্মরণ সভা, দোয়া মাহফিল ও স্মরণিকার মোড়ক উন্মোচনে আরও অংশ গ্রহণ করেন সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী ও বিভিন্ন শিক্ষকবৃন্দ, ছাত্রসহ অসংখ্য প্রগতিশীল শ্রেণির অতিথিগন। এফ ইসলাম হেরিটেজ আর্কাইভসের প্রতিষ্ঠাতা বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি গর্বিত পিতার এক অধম সন্তান। আমার শ্রদ্ধেয় বাবার ৩৬তম মৃত্যু বার্ষিকী স্মরণে আদর্শ পিতার জীবন ও কর্ম নিয়ে ক্ষুদ্র পরিসরে স্মরণিকা প্রকাশ করতে পেরে আজ আমি সত্যিই আনন্দিত। এ প্রয়াসে আমার বাবার আদর্শ চরিত্র ও আমাদের বংশের কিছু তথ্য ও তত্ত্ব উপাত্ত সংযোজন করার সুযোগ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *