রংপুরের বল্দীপুকুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

শহিদুল ইসলাম,রংপুর 

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন মোক্তারুল ইসলাম ভোদল (২৬) নামে এক যুবকের জবাই করা ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। হত্যাকারীরা ভোদলের একটি ব্যবহৃত পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এটি ছিনতাইয়ের জন্য হত্যা না অন্য কোন কারণ হত্যা করা হয়েছে তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী রহস্য উদঘাটনে জন্য কাজ করছে।

সোমবার(৯-সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় ঢাকা রংপুর মহাসড়কের বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন অভিরাম নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোদল নিখোঁজ রয়েছে এমন একটি জিডি করে বাড়ি ফেরার পথে টর্চ লাইটের আলোতে ভোদলের জবাই করা মরদেহ দেখতে পান পরিবারের অন্য অন্য লোকজনর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সূত্রের বরাতে জানাজায়, উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের অভিরামপুর নুরপুর গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের পুত্র মোক্তারুল ইসলাম ভোদল, নিখোঁজের পূর্বে সোমবার সন্ধ্যায় বলদিপুকুর বাসস্ট্যান্ডে তার সহপাঠীদের জায়গীর বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। পরে তার পরিবারের লোকজন একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং শেষে তার ব্যবহৃত নাম্বার খোলা থাকার পরেও ফোন রিসিভ না করায় মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডাইরি করেন।

সাধারণ ডাইরি করে বাড়ি ফেরার পথে জনৈক এক ব্যক্তি জানান, ভোদল রাত আনুমানিক সাড়ে আটটার সময় জায়গীর বাসস্ট্যান্ড থেকে বলদিপুকুর বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা দিয়েছিলেন। পরিবারের লোকজন সহ স্বজনরা উদ্বিগ্ন হয়ে দূর্ঘটনার আশংকায় বাড়ি ফেরার পথে রাস্তার দুপাশে টর্চ লাইটের আলো দিয়ে খোঁচাখুঁজি করছিলেন। একসময় বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলে তারা টর্চ লাইটের আলোতে দেখা যায় ভোদল রাস্তার পাশে পড়ে আছে এবং ভোদলকে নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়েছে ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি হত্যাকারীরা ছিনতাই করে নিয়ে গিয়েছে। তার দুটি মুঠোফোন তার লাশের পাশেই সচল ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির দাবি, ভোদল এলাকার একজন চিহ্নিত সুদ কারবারি। তার সুদের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে বহু মানুষ। অনেকের দাবি,সুদের টাকা নিয়ে কোনো ঝামেলা থেকে হয়তোবা এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এমনকি অনেকের ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে মোটরসাইকেল নিয়ে গিয়েছে হত্যাকারীরা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ যায়যায়দিনকে জানান, মধ্যরাতে মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার এবং হত্যার কারন সম্পর্কে অনুসন্ধান চলছে। অপরাধীরা যে কেউ হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *