রংপুরে মহানগরীর পূর্বখাসবাগে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ইউরো এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর সিদ্দিক সাগর।
বুধবার (৪সেপ্টেম্বর) বিকেলে রিজিওনাল অফিস ও ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক দেলওয়ার হোসেন খান, জোনাল সেলস ম্যানেজার মমিনুল ইসলাম, এসিআই এনিমেল হেলথ এর সেলস ম্যানেজার
কামরুল হুদা, লালমনিরহাটের মার্কেটিং অফিসার পার্থ প্রতিম দেব শর্মা, গঙ্গাচড়া মার্কেটিং অফিসার সুজন রায় প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক সাগর বলেন, অন্তর্বর্তিকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে আমরাও শামিল হতে চাই।
সেকারণে আমরা জবাবদিহীতার মাধ্যমে গবাদি পশু ও মৎস পালন উৎপাদন বাড়াতে মানসম্মত ওষুধ সরবরাহ করাই আমাদের লক্ষ্য।