![](https://ltvnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক দফা দাবি নিয়ে মিছিল ও মানবন্ধন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি তাদের চাকুরী যেনো চুক্তি ভিত্তিক না থাকে সেটা যেনো জাতীয়করণ করা হয়। স্বাধীন দেশে অভ্যন্তরীণ সরকারের কাছে তদের চাকুরী জাতীয়করণের এক দফা এক দাবি।
২৫ আগষ্ট ২০২৪ খ্রিষ্টাব্দ রবিবার সকাল ১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর সি এন্ড বির মোড় থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একজোট হয়ে মিছিল নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যলয়ে উপস্থিত হয়। সেখান তাদের এক দফা এক দাবি নিয়ে স্লোগান দেওয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমানড্যান্ট মো রফিকুল ইসলাম তাদের দাবির বিষয়ে আলোচনা করেন। তাদের দাবি জানার পর তাদের মিছিলের ব্যানারে তিনিও সম্মিলিত হয়।
রাজশাহী জেলা কমানড্যান্ট রফিকুল ইসলাম বক্তব্য দেন, আমিও আপনাদের দাবির সাথে এক মত কিন্তু সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। আমার যতদূর করণীয় আমি সেটা করবো। আমি এই বিষয়টি আমাদের হেড অফিসের উদ্ধতম কর্মকর্তার কাছে তুলে ধরব। আশা করি ৭ দিনের মধ্যে তাদের মতামত আপনাদের জানাতে পারবো। আমারা সবাই শান্তি ,শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তার কাজ করি। আপনাদের দাবি আপনারা সুন্দর ও শৃঙ্খলা বজায় রেখে পালন করবেন। কোথাও যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
এরপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক দফা এক দাবির স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সি এন্ড বির মোড় থেকে সাহেব বাজার জিরো পয়ন্টে উপস্থিত হয়ে মানববন্ধনে দাঁড়ায়। মানববন্ধনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়করা তাদের দাবি জনগনের সামনে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
উত্ত মানবন্ধন আর মিছিলের নেতৃত্ব ও বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ক আব্দুল মান্নান, আল মামুন, আলামিন, হেলাল, জাহাঙ্গীর, আকবর, মাইনুল, শাহাদত, সবুজ, নাইমুর ও রুবেল প্রমুখ।