সিহাবুল আলম সম্রাট, রাজশাহী
অবশেষে কাটতে চলেছে রাজশাহীবাসীর হতাশা। এই জেলা থেকে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন রাজশাহী-৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী (পিএস) বদিউজ্জামান বদি।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতেই আমরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। ঢাকায় যাবার পরই আমরা বলতে পারব, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে মহোদয়কে।’
আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘আমাকে ঢাকায় ডাকা হয়েছে। রওনা দিয়েছি। বাকিটা দেখা যাক। আল্লাহ ভরসা’।
এর আগে রাজশাহীর-৬ আসনের এমপি শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন দীর্ঘ দুই মেয়াদ। তবে নতুন মন্ত্রিসভায় তার জায়গা না হওয়ায় রাজশাহীবাসীর মধ্যে হতাশা সৃষ্টি হয়।
আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত দুই মেয়াদে রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন। এসময় তিনি খাদ্যমন্ত্রণালয়ের সংসদীয় স্থীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত মেয়াদে তিনি দলীয় মনোনয়ান পাননি। তবে এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জয়ী হন।