পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রামেবির সিটিজেন চার্টার কমিটির আয়োজনে এবং রামেবি অধিভুক্ত রাজশাহী জেলার সকল বেসকারী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজির প্রতিনিধিদের অংশগ্রহনে বুধবার সকাল সাড়ে ১০টায় রামেবির অস্থায়ী কাযার্লয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন রামেবির সিটিজেন চার্টার কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট সেকশন অফিসার মাসুম খান। সভা সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা ও বিকল্প ফোকাল পয়েন্ট মৌসুমি খাতুন।
সভার দ্বিতীয় পর্বে রামেবির সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চার্টার কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট মাসুম খান। এরপর সভায় উপস্থিত রামেবির অধিভুক্ত রাজশাহী জেলার বেসকারী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজির অধ্যক্ষ ও তাদের প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় সহকারী রেজিস্ট্রার (চ.দা.) রাশেদুল ইসলাম, সকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসাইন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।