লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগ শান্তি ও সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ছাত্র জনতার রক্তস্নান অভ্যুন্থান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা,জন মানুষের জান-মালের উপর আক্রমণে প্রতিহত করা,ও আওয়ামী অনুপ্রবেশ কারীদের অরাজকতা সৃষ্টি করার চেষ্টাকে রুখে দিতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১শে আগষ্ট-২৪)বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিদুর রহমানের সভাপতিতত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাষ্টারের সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির আহব্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর-রশীদ পাপ্পু,গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম(মোলাম),পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান,লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ বুলু,আশরাফুল আলম লুলু,হামিদুর রহমান বাবু ও শামসুন্নাহার পারুল প্রমুখ।এ সময় দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সংগঠনিক সম্পাদক মাহাবুল আলম মিন্টু,বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, বিএনপি নেতা আবুল কাশেম কলম,মোক্তার,আশাদুল সহ অত্র ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *