লালপুরে সাব রেজিস্ট্রারকে হেনস্থা ও হয়রানি,প্রতিবাদে ডিসি অফিসের সামনে মানববন্ধন

স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি

নাটোরে লালপুরে সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে হেনস্থা এবং হয়রানির প্রতিবাদে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে লালপুর উপজেলার দলিল লেখক, নকলবিস এবং সাধারণ জনগণ।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর-২৪)দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন,দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্তকৃত মোহরার রিপন ও তার অনুসারীরা গত ৮ সেপ্টেম্বর-২৪ কতগুলো কোমলমতি শিশু ছাত্রদের লেলিয়ে দিয়ে এবং স্হানীয় কিছু অসাধু সংবাদ কর্মীদের সাথে অর্থের বিনিময়ে আতাত করে একজন সৎ, নীতিবান সাব-রেজিস্ট্রারকে হেনস্তা ও সরকারি অফিসের কার্যক্রম বন্ধ করে জনদূর্ভোগ তৈরী করে এবং বিভিন্ন শিরোনামে একাধিক ইললেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে

এতে জমি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায় এবং জনগণ দুর্ভোগ তৈরি হয়।সেই সাথে সৎ এবং কর্তব্য নিষ্ঠ সাব রেজিস্ট্রার মাসুদ রানা হয়রানির শিকার হন। আমরা রিপন সহ এই সকল ষড়যন্ত্রে জড়িত সকলের বিচার দাবি করছি। সেই সাথে সাব রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে,ডিবিসি নিউজে এই মোহরার রিপনের দুর্নীতি এবং আধিপত্যের একটি নিউজ প্রচার হয়েছিল গত বছরে।

সেই নিউজের সূত্র ধরেই জেলা রেজিস্টার একটি তদন্ত কমিটি গঠন করেন তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় রিপন বরখাস্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *